Saturday, November 15, 2025

জেনে নিন জুমার দিনের গুরুত্বপূর্ণ আমল

আরও পড়ুন

ইসলামে জুমার দিন অত্যন্ত মর্যাদাপূর্ণ। পবিত্র কোরআনে এ দিন দ্রুত মসজিদে গমনের নির্দেশ দেওয়া হয়েছে। হাদিসেও এসেছে জুমার বিশেষ আমল ও ফজিলতের কথা। আল্লাহ তাআলা বলেন,হে মুমিনরা! যখন জুমার দিনে নামাজের আহ্বান দেওয়া হয়, তখন তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও এবং ব্যবসা-বাণিজ্য বন্ধ করো। এটা তোমাদের জন্য উত্তম, যদি তোমরা বুঝতে পারো। আর নামাজ শেষ হলে জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ (রিজিক) অনুসন্ধান করো এবং আল্লাহকে অধিক স্মরণ করো, যাতে তোমরা সফলকাম হও।” (সুরা জুমা : ৯-১০)

জুমার দিনের গুরুত্বপূর্ণ আমলসমূহ

১. জুমার বিশেষ মর্যাদা
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, জুমার দিনে পাঁচটি বৈশিষ্ট্য রয়েছে—
. এই দিনে আদম (আ.)-কে সৃষ্টি করা হয়েছে।

আরও পড়ুনঃ  মধ্যরাতে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন-ভাঙচুর ও লুটপাট

. এই দিনে তাকে জমিনে অবতরণ করানো হয়েছে।

. এই দিনেই তাঁর মৃত্যু হয়েছে।

. এ দিনে এমন একটি বিশেষ সময় আছে, যখন বান্দা দোয়া করলে আল্লাহ তা কবুল করেন।

. কিয়ামত সংঘটিত হবে এ দিনেই। (ইবনে মাজাহ : ৮৯৫)

২. জুমার নামাজ আদায়
জুমার নামাজের গুরুত্ব অপরিসীম। রাসুল (সা.) বলেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে, সুগন্ধি ব্যবহার করে, মসজিদে আগে এসে ইমামের খুতবা মনোযোগ দিয়ে শোনে, তার দুই জুমার মধ্যবর্তী গুনাহ মাফ হয়ে যায়। (বুখারি : ৮৮৩)

৩. গোসল ও আগে মসজিদে যাওয়া
জুমার দিন গোসল করা ও আগে আগে মসজিদে যাওয়া অত্যন্ত সওয়াবের কাজ। প্রতিটি কদমে এক বছরের রোজা ও নামাজের সওয়াব পাওয়া যায়। (আবু দাউদ : ৩৪৫)

আরও পড়ুনঃ  হাসপাতালের হিমঘর থেকে লাশের দুই চোখ গায়েব!

৪. মসজিদে আগে প্রবেশের ফজিলত
প্রথমে প্রবেশকারী যেন একটি উট সদকা করল, এরপরের জন গরু, এরপর ছাগল, এরপর মুরগি আর শেষে প্রবেশকারী যেন একটি ডিম সদকা করল। (বুখারি : ৮৪১)

৫. দোয়া কবুলের বিশেষ মুহূর্ত
জুমার দিনে একটি নির্দিষ্ট সময় রয়েছে, যখন দোয়া অবশ্যই কবুল হয়। হাদিসে এসেছে, এই সময়টি আসরের শেষ ভাগে বেশি প্রত্যাশিত। (আবু দাউদ : ১০৪৮)

৬. সুরা কাহাফ পাঠ
জুমার দিন সুরা কাহাফ পড়লে দুই জুমার মধ্যবর্তী সময় আলোকিত থাকে। আর শেষ ১০ আয়াত পড়লে দাজ্জালের ক্ষতি থেকে নিরাপদ থাকে। (সহিহ তারগিব : ১৪৭৩)

আরও পড়ুনঃ  ব্যবসার জন্য ঢাকায় এসে ২৬ টুকরো হলেন আশরাফুল, কে করলো হত্যা!

৭. দরুদ পাঠ
জুমার দিনে নবীজি (সা.)-এর ওপর বেশি বেশি দরুদ পাঠ করা বিশেষ আমল। রাসুল (সা.) বলেছেন, “তোমাদের দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। তাই এই দিনে আমার ওপর অধিক দরুদ পাঠ করো।” (আবু দাউদ : ১০৪৭)

জুমার দিন মুসলমানদের জন্য রহমত, মাগফিরাত ও দোয়া কবুলের দিন। তাই এ দিনের আমলগুলো গুরুত্বসহকারে পালন করা প্রত্যেক মুমিনের কর্তব্য।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ